X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দক্ষিণ সুদানের জাতিসংঘ শিবিরে সংঘর্ষে নিহত ১৮

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫২
image

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষ দক্ষিণ সুদানে জাতিসংঘের এক শরণার্থী শিবিরে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ডক্টরস উইথাউট বর্ডারস নামের মানবিক চিকিৎসা সহায়তা সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েয়ে, নিহত ১৮ জনের মধ্যে তাদের দুই কর্মীও রয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার রাতে দক্ষিণ সুদানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাকালাল শহরে অবস্থিত ওই শরণার্থী শিবিরে শিলুক এবং দিনকা জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। জাতিসংঘ-পুলিশ জমায়েতকে নিবৃত্ত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ওই শরণার্থী শিবিরটি সুদানে জাতিসংঘের ছয়টি শিবিরের একটি। এসব শিবিরে প্রায় ২ লাখ উদ্বাস্তু মানুষ আশ্রয় নিয়েছেন। মাকালাল শিবিরে আশ্রয় নিয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। ডক্টরস উইথাউট বর্ডারস জানিয়েছে, গত বছরের তুলনায় এই সংখ্যাটা প্রায় দ্বিগুন। সংস্থাটির সমন্বয়ক মার্কাস বাকমান বলেছেন, ‘এখানে আসা বেশিরভাগ মানুষই এমন অঞ্চল থেকে এসেছেন, যেখানে কয়েক মাস ধরে কোনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। সর্বোপরি নিরাপত্তার জন্যই তারা শরণার্থী শিবিরে গিয়েছেন।’ তিনি আরও বলেন, এটি হওয়া উচিত সংশ্লিষ্ট সকল অংশের সমন্বয়ে এক আশ্রয়স্থল।
এক লিখিত বক্তব্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেন, ‘সাধারণ মানুষ, জাতিসংঘ কর্মী এবং শান্তিবাহিনীর ওপর চালানো যে কোনো হামলাই যুদ্ধাপরাধের সামিল।’ মুনের ওই বক্তব্যে জাতিগত সংঘাত বন্ধের জন্য সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে জন্মলাভের পর থেকেই জাতিগত সংঘাতে জর্জরিত দক্ষিণ সুদান। দুই বছর ধরে চলা গৃহযুদ্ধ চলছে সেখানে। সূত্র: সিএনএন

/এসএ/বিএ/

সম্পর্কিত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
ভ্রমণ নিষেধাজ্ঞা আরও ৩৬টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের