এক শিশুর শিরশ্ছেদকারী সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে রাশিয়ার পুলিশ। সোমবার রাজধানী মস্কো থেকে একটি কাটা মাথা বহন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সময় তার কাছে কোনও বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়নি।
গৌচারা বোবোকুলোভা নামের ওই নারী উজবেকিস্তানের নাগরিক। ধারণা করা হচ্ছে, ওই নারী কন্যাশিশুটির ন্যানি। পুলিশের সন্দেহ শিশুটির মা-বাবার অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেওয়ার আগে তিনি তাকে হত্যা করেন।
শিরশ্ছেদকৃত ওই শিশুটির বয়স তিন বা চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি দগ্ধ ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হিজাব পরিহিত ওই নারী হাতে একটি মাথা নিয়ে একটি মেট্রো স্টেশনের পাশে হাঁটছিলেন। পরে একজন পুলিশ কর্মকর্তা তার পথরোধ করেন।
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মস্কো ইনভেস্টিগেটিভ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন ওই নারীকে একটি মানসিক পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা করে দেখা হবে তিনি বুঝেশুনে এ কাজ করেছিলেন কিনা?
বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন নারী মধ্য এশিয়ার কোনো দেশের নাগরিক। ১৯৭৭ সালে জন্ম নেওয়া ওই নারী শিশুটির ন্যানি ছিলেন। তিনি ওই শিশুর মা-বাবা তার বড় ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এরপর শিশুটিকে হত্যার পর তিনি সেখানে আগুন লাগিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। সূত্র: বিবিসি।
/এমপি/