X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৩

লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় সংগঠনটির শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ইসরায়েলও বৈরুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহ সূত্রটি জানায়, ইসরায়েলি বিমান হামলা বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হয়। এতে ইব্রাহিম আকিলসহ তিনজন নিহত হন এবং ১৭ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতে একটি ‘লক্ষ্যভিত্তিক হামলা’ পরিচালনা করা হয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধে বৈরুতে হিজবুল্লাহর ওপর এটি তৃতীয় আক্রমণ। এই সপ্তাহে সহিংসতা গাজা থেকে লেবাননের দিকে স্থানান্তরিত হয়েছে।

এর আগে, জুলাই মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর এবং জানুয়ারিতে হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হয়েছিলেন।

এর আগে, শুক্রবার হিজবুল্লাহর রকেট লঞ্চার ধ্বংসের পর ইসরায়েল জানায়, লেবানন থেকে সংগঠনটি কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলকে দোষারোপ করে হিজবুল্লাহর যোগাযোগ সরঞ্জামে ধ্বংসাত্মক হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ইসরায়েল এই হামলার বিষয়ে মন্তব্য না করলেও সংঘাত ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েল জানিয়েছে, তারা তাদের যুদ্ধ লক্ষ্য স্থানান্তর করে লেবাননের উত্তর সীমান্তের দিকে মনোনিবেশ করছে।

গাজায় হামাসের ওপর প্রায় এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চললেও এখন প্রতিদিন হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বাড়ছে। গোষ্ঠীটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের প্রতিশোধ নিতে তারা অন্তত ছয়টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাতে তাদের যুদ্ধবিমানগুলো হিজবুল্লাহর ঘাঁটি ও প্রায় ১০০টি রকেট লঞ্চার ধ্বংস করেছে। তাদের দাবি, এগুলো ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ছিল। 

সূত্র: আল মনিটর

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক