X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বড় জয়ে সেমিফাইনালে ওয়ালটন ওয়ারিয়র্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৯

 বড় জয়ে সেমিফাইনালে ওয়ালটন ওয়ারিয়র্স থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’-এ টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ‘ওয়ালটন ওয়ারিয়র্স।’
মঙ্গলবার চার্লটন সিসিকে ৪ উইকেটে হারিয়েছে ওয়ালটন ওয়ারিয়র্স। দোসিত থানি রিসোর্ট মাঠে টসে জিতে ব্যাটিং করতে নেমে চার্লটন সিসি নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান করে। ওয়ালটনের হয়ে উইকেট শিকার করেন আরিফুল ইসলাম সবুজ।
জবাবে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়ালটন। ওপেনার মেহেদী মারুফ ৬ রানে রান আউটের শিকার হন। ওয়ান ডাউনে নামা রুবায়েত স্কোরবোর্ডে ১৮ রান যোগ করে সাজঘরের পথ ধরেন।
একপ্রান্ত আগলে শেষ পর্যন্ত ব্যাটিং করে যান বাঁহাতি ওপেনার ইলিয়াস সানী। ১৮ রান আসে সানীর ব্যাট থেকে। তার সঙ্গে ছিলেন অনোয়ারুল ইসলাম (৯)। ম্যাচ সেরা নির্বাচিত হন ইলিয়াস সানী।    

‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’ টুর্নামেন্টে তিন বিভাগে মোট ২০টি দল অংশ নিচ্ছে। দুই বিভাগে বাংলাদেশ থেকে দুটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ওয়ালটন ওয়ারিয়র্স।

২০১৪ সালে চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স-এ-সাইড ক্রিকেটে ওয়ালটন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। থাইল্যান্ডের স্কুল ক্রিকেট উন্নয়নের জন্য গত ২৭ বছর ধরে থাইল্যান্ডের সমুদ্র উপকুলীয় শহর চিয়াং মাইতে এই টুর্নামেন্টটি হচ্ছে। ২৬তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবছর হুয়া হিন ক্রিকেট সিক্সেসে ওয়ালটন ওয়ারিয়র্সকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৯৭ সাল থেকে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। জমজমাট এ টুর্নামেন্টে প্রতিবছর অংশ নিচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ওয়ালটনের জার্সিতে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার ইলিয়াস সানী ও পেসার মোহাম্মদ শরীফ। ওয়ালটনের অন্যান্য ক্রিকেটাররা হলেন- আনোয়ারুল ইসলাম, মেহেদী মারুফ, সুনান রুবায়েত, আরিফুল ইসলাম সবুজ, মিনহাজ আহমেদ শাফিল।

মাস্টার্স বিভাগে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব। এর আগে ২০০৮ ও ২০১৪ সালে মাস্টার্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ থেকে অংশ নেওয়া এ দলটি। নারায়ণগঞ্জ ক্লাবের হয়ে খেলছেন জাতীয় দলের তিন প্রাক্তন ক্রিকেটার ফারুক আহমেদ, আতাহার আলী খান ও হাবিবুল বাশার সুমন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি