মুক্তিযোদ্ধারা পাবেন দুটি উৎসব ভাতা

মুক্তিযোদ্ধা ভাতা

মাসে মাসে সম্মানি ভাতার পাশাপাশি এখন থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বছরে দুটি উৎসব ভাতা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে চলতি বাজেটে।

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন পূরণের পথে বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ১৯৭১ সালের গণহত্যা নির্যাতন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ সংক্রান্ত তথ্যভাণ্ডার তৈরি প্রদর্শন এবং মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মের কল্যাণে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘সামাজিক সুরক্ষার আওতায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান মাথাপিছু সম্মানি ভাতার পাশাপাশি ১০ হাজার টাকা করে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে।’

অর্থমন্ত্রী তার বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য নেওয়া অন্যান্য পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে আরও বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সরকার, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারীর সরকার। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের উন্নত আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

/ইউআই/এসটি/

আরও পড়ুন:

ব্যাংকে আমানতকারীদের জন্য দুঃসংবাদ!

 

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ 

সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের ঘোষণা অর্থমন্ত্রীর

বাড়ছে না করমুক্ত আয়সীমা

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা