ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহতের নাম-পরিচয় নিয়ে বিভ্রান্তি

ঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ের হরিপুরের বেতনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএসএফের পক্ষ থেকে নিহত ব্যক্তিকে বাংলাদেশি দাবি করে তার নাম-ঠিকানা দেওয়া হয়। তবে ওই ঠিকানায় গিয়ে ওই নাম-পরিচয়ের ব্যক্তিকে পাওয়া যায়নি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) বলছে, সীমান্তের ভারতীয় অংশে এক ব্যক্তির নিহতের খবর জানা গেছেও তিনি বাংলাদেশি কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা (পিলার নং-৩৬৭-৬৮ এস-২) গুলি ছুঁড়লে এক ব্যক্তি সীমান্তের ভারতীয় অংশে গুরুতর আহত হন। তাকে ভারতের উত্তর দিনাজপুর সদর হাসপাতালে নেওয়া হলে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বিএসএফ এক বার্তায় ৩০ বিজিবিকে জানায়, নিহত ব্যক্তির নাম রাজ্জাক। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকারবস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। বিএসএফের কাছ থেকে এ খবর পাওয়ার পরই বিজিবি ওই ঠিকানায় খোঁজ-খবর নেয়। তবে ওই ঠিকানায় রাজ্জাক নামে কারও খোঁজ পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন মারা গেছে, এটা নিশ্চিত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
এক বাল্ব ও ফ্যানে বিদ্যুৎ বিল ২১৫৪ টাকা!
নিহত সেনা সদস্য আলতাফের বাড়িতে চলছে শোকের মাতম