বিরামপুরে চোলাইমদ পানের ঘটনায় আরও ১ জনসহ মৃতের সংখ্যা ৯

মরদেহ নিয়ে যাওয়া হচ্ছেদিনাজপুরের বিরামপুরে চোলাই মদপানের ঘটনায় আব্দুল আলিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে। এছাড়াও হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হোমিও ওষুধ ব্যবসায়ী আব্দুল মান্নানের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুল মান্নান বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এর আগে, বুধবার ভোররাতে মাহমুদপুরে চোলাই মদ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট জন মারা যান।

আরও পড়ুন: বিরামপুরে চোলাই মদ পানে আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৮