অটোরিকশার ৫ যাত্রীকে পিষে দেওয়া ট্রাকের চালক গ্রেফতার

জয়পুরহাট ক্ষেতলালে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহতের ঘটনায় ওই ট্রাকচালককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান।

গ্রেফতার ট্রাকচালকের নাম সেলিম উদ্দিন (৩৮)।

দুর্ঘটনার পর অটোরিকশাকে ঘিরে স্থানীয়দের ভিড়মেজর মোস্তফা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। সে সময় ঘটনাস্থলে দুজনসহ পাঁচ জন নিহত হন। এ ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-৩ সদস্যরা ১৪ ফেব্রুয়ারি ভোরে ট্রাকচালক সেলিম উদ্দিনকে তার শ্বশুরবাড়ির এলাকা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে গ্রেফতার করেছে। পলাতক হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর: ধাক্কার পরে অটোরিকশার ৫ যাত্রীকে পিষে দিলো ট্রাক