দেশ ও দলের স্বার্থে মামলা প্রত্যাহার করেছি: ওবায়দুল্লাহ সাজু

ওবায়দুল্লাহ সাজুবরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়ে বাদী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু দাবি করেছেন, জাতির জনকের ছবিটি শিশুর আঁকা এটা তারা জানা ছিল না। মামলার আসামি তারিক সালমন পরবর্তীতে আদালতে ‘সঠিক ছবি’ জমা দেওয়ায় তিনি মামলা প্রত্যাহার করার আবেদন করেছেন। ‘ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনার সৃষ্টি’ বলেও দাবি করেছেন সাজু। তিনি বলেন, ‘দেশ ও দলের স্বার্থে’ তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেন।

জেলা আইনজীবী সমিতির এ সভাপতি আরও জানান, তিনি ‘স্বপ্রণোদিত’ হয়ে মামলাটি করেছিলেন এবং তেমনভাবেই প্রত্যাহারের আবেদন করেছেন।

রবিবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে ২৪৮ ধারায় এ মামলা প্রত্যাহারের আদেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম এই তথ্য নিশ্চিত করেন।

এ সময়ে ইউএনও তারিক সালমনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব। আর তারিক সালমনের পক্ষে মামলা খারিজের আবেদন করেন তার আইনজীবী মোখলেসুর রহমান ও অ্যাডভোকেট আফজালুল করিম। রবিবার মামলাটির নির্ধারিত তারিখ ছিল।

অপরদিকে মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজুর পক্ষে পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দীন কাবুল এ সময়ে উপস্থিত ছিলেন।

শুনানিতে বিচারক বলেন, ‘মামলাটি অন্যায়ভাবে করা হয়েছিল।’ এ কথা বলে তিনি মামলাটি খারিজের আদেশ দিয়ে বিবাদীকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এদিকে শুক্রবার জেলা আওয়ামী লীগের ধর্ম বিযয়ক সম্পাদক পদ থেকে ওবায়েদ উল্লাহ সাজুকে বহিষ্কার করা হলেও রবিবার সকালে তাকে আদালত প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাদ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেখা যায়। জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপিসহ অন্যান্যদের সঙ্গে তিনি মঞ্চে উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- অবশেষে সেই ইউএনও’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার