স্কুলছাত্র আদনান খুনের ঘটনায় মামলা

 চট্টগ্রাম

স্কুলছাত্র আদনান হত্যার ঘটনায় তার বাবা প্রকৌশলী আখতারুল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে মামলা দায়ের করেছেন। ঘটনার দুই দিন পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় তিনি মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।  

ওসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত আদনানের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেফতার পাঁচ জনসহ অজ্ঞাতনামা আরও  ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষের এক কিশোরের ছুরিকাঘাতে খুন হয় আদনান।সে নগরীর কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা আখতারুল আজম এলজিইডির  প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি ফটিকছড়ি এলাকায় হলেও তারা নগরীর জামালখান প্রেসক্লাব ভবনের পেছনে আম্বিয়া অ্যাসোসিয়েটস ভবনে থাকতো।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিদিনই রোহিঙ্গাদের কক্সবাজারে হস্তান্তর করা হচ্ছে