জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

বাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ শেষে সমাবেশড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। শনিবার রাত ৮টার দিকে শহরের ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

পথসভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক একেএম শিবলী, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক নাসির মিয়া,  মুক্তিযোদ্ধা শিল্পীগোষ্টীর সভাপতি ফিরোজ  আহমেদ, সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুর রহমানসহ জোটের নেতারা। সভা পরিচালনা করেন তিতাস সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন। 

সভায় বক্তারা বলেন, ‘এ হামলা পরিকল্পিত হামলা। মুক্তিযুদ্ধের বিরোধীরা এই হামলা চালিয়েছে। হামলাকারীকে ক্রসফায়ারের নামে হত্যা না করে তার ডালপালা খুঁজে বের করা হোক।’

এ সংক্রান্ত আরও খবর:

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক
হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’