কুমিল্লায় ২৪ হাজার পিস ইয়াবাসহ চালক-হেলপার আটক

ইয়াবা

কুমিল্লায় ২৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার থেকে আসা সিডিএম পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজি থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ।

আটক চালকের নাম জুয়েল। তার বাড়ি লক্ষীপুর জেলার লুধুয়া গ্রামে এবং হেলপারের নাম শামীম। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায়।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, মাদক উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে মহসড়কে যানবাহনে নিয়মিত তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। রবিবার ভোরে শুয়াগাজী এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। তল্লাশি চলাকালে চালকের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭২ লাখ টাকা বলে জানায় পুলিশ।

মাদক বহনের অপরাধে বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: রাঙামাটিতে দুই ইউপিডিএফ নেত্রীকে অপহরণের অভিযোগ