কুমিল্লার গণসমাবেশে মোবাইল হারিয়েছে রুমিন ফারহানার

বিএনপির কুমিল্লা গণসমাবেশের আগের দিন শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

জানা গেছে, শুক্রবার রাতে তিনি সমাবেশস্থলের টাউন হল মাঠের লিবার্টি চত্বরে নেমে মিছিলসহকারে মুক্ত মঞ্চে যান। সেখানে কর্মীদের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে হেঁটে তিনি মাঠ পরিদর্শন শেষে হেঁটে পূবালী চত্বরে যান। সেখানে গাড়িতে উঠে দেখেন মোবাইল নেই। পরে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান।

রুমিন ফারহানা বলেন, ‘আমার মোবাইল ফোন হারিয়ে গেছে। আমি কুমিল্লার কোতোয়ালি থানায় জিডি করেছি। জিডির কপিতে আইএমইআই নম্বর দিয়েছি। কিন্তু থানা থেকে কোনও সহযোগিতা পাইনি।’

রুমিন ফারহানার মোবাইল হারানোর ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ। তবে কে জিডি করেছেন সেটি জানাতে পারেননি।

এদিকে, মোবাইল হারানোর রাতে সমাবেশের প্রচার মাইকে একটি মোবাইল হারানোর ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে শিগগিরই কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর কাছে জমা দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মোবাইলের সন্ধান দেওয়া ব্যক্তির নাম গোপন রাখা হবে।’