X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কুমিল্লার সমাবেশস্থলে হারানো ফোনের সন্ধান দিলে পুরস্কার ২০ হাজার

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ০২:১৮আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০২:১৮

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়েছে বলে হ্যান্ডমাইকে প্রচার করা হচ্ছে। হাজার হাজার জনতার মাঝে এই প্রচার করছেন স্থানীয় এক বিএনপি নেতা।

প্রচারে ওই বিএনপি নেতাকে বলতে শোনা গেছে, ‘একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে শিগগিরই কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর কাছে জমা দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এবং মোবাইলের সন্ধান দেওয়া ব্যক্তির নাম গোপন রাখা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন, ‘আমার কোনও মোবাইল ফোন হারিয়ে যায়নি। একজন কেন্দ্রীয় নেতার মোবাইল ফোন হারিয়েছে। তার ফোনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যে সন্ধান দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

মোবাইল ফোনটি কার বা কার কাছ থেকে হারিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মোবাইল ফোনটি কার তা এই মুহূর্তে বলতে পারবো না। আমরা ধারণা করছি, সেটি সভাস্থলেই কোথাও পড়ে গেছে।’

এদিকে সন্ধ্যার দিকে মনিরুল হক সাক্কু ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা সমাবেশস্থলে আসলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল ফোন গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। ওই সাংবাদিক স্থানীয় ঢাকা প্রকাশ ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত।

সাংবাদিক শান্ত বলেন, ‘রুমিন ফারহানা এলে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই। সেখান থেকে বের হয়ে আসার সময় পকেটে হাত দিয়ে দেখি মোবাইল ফোন নেই। তখন পাশের আরও দুজন বলছিলেন মোবাইল ফোন হারিয়েছে। এখন শুনি অনেকের ফোনই গায়েব।’

এর আগে সন্ধ্যায় কুমিল্লার বরুড়া থেকে আসা এক যুবদলকর্মীর মোবাইল ফোন হারিয়েছে বলে জানান তিনি। শাওন হোসেন নামের ওই কর্মী বলেন, ‘মোবাইল ফোন-মানিব্যাগ আমার সবই হারিয়েছে। নেতাদের ছবি তুলতে গিয়ে দেখি মোবাইল ফোন নেই।’ সে সময় তিনি কেঁদে ফেলেন।

/এমএএ/
সম্পর্কিত
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
সর্বশেষ খবর
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার