জেল থেকে কয়েদি পালানোর ঘটনায় তিন সদস্যের কমিটি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আবু বক্কর সিদ্দিকের পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কর্মদিবস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কমিটি আগামীকাল শনিবার (৮ আগস্ট) থেকে কাজ শুরু করবে। এআইজি প্রিজন মনজুর হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, অতিরিক্ত আইজি প্রিজনস কর্নেল আবরার হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া একজন সিনিয়র জেল সুপার ও একজন জেলারকে কমিটিতে রাখা হয়েছে।

মনজুর হোসেন আরও জানান, ইতোমধ্যে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এবং একই সঙ্গে পলাতক বন্দির নিজ জেলা সাতক্ষীরার পুলিশ সুপারকে (এসপি) বিষয়টি অবগত করা হয়েছে। পলাতক বন্দির অনুসন্ধান চলছে।

আরও পড়ুন...

জেল থেকে কয়েদি পালানোর ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে

কয়েদি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৬ জন বরখাস্ত