বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় বিক্ষোভ

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া নিহতের ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা শহরের পুরাতন বাজার এলাকায় বিক্ষোভ করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা খায়রুজ্জামান শিপনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান বলেন, ‘সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যাতে বিএনপির নেতাকর্মীরা জোরদার ভূমিকা না রাখতে পারেন, সেজন্য বেছে বেছে তাদের হত্যা করা হচ্ছে। এছাড়া নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই মূলত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই সরকার খুনিদের বিচার করবে না। আমরা ক্ষমতায় এসে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তানু হত্যাসহ সারাদেশের নেতাকর্মীদের খুনের বিচার করবো।’

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘তানু ভূঁইয়া আমাদের রাজপথের সংগ্রামী একজন নেতা ছিলেন। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কোন দুর্বৃত্ত নয়, সরকার দলীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

উল্লেখ্য, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে।