পাবনায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনাপাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিন পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মো. বাবলু ড্রাইভারের ছেলে।
পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিহত আমিন উদ্দিনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলা ট্রিবিউনের খবরে সরকারি সহায়তা পাচ্ছেন দুই বাঘবিধবা
/এমও/