অবশেষে বখাটে শাহিন কারাগারে

জয়পুরহাটজয়পুরহাটের কালাই উপজেলার উৎরাইল গ্রামের বখাটে শাহিন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কালাইয়ের শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে শাহিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে যৌন হয়রানির অভিযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গ্রামের কলেজ ছাত্রী মুনিশা বেগম। ওই ঘটনায় শুক্রবার মুনিশার বাবা মোজাহার হোসেন বাদী হয়ে শাহিন ও তার বাবা মন্টু মিয়া এবং মা ফাহিমা বেগমকে আসামি করে কালাই থানায় মামলা করেন।

কালাই থানা সূত্রে জানা গেছে,কালাই উপজেলার উৎরাইল গ্রামের মন্টু মিয়ার ছেলে এক সন্তানের জনক বখাটে শাহিন বৃহস্পতিবার দিনের বেলায় প্রতিবেশী কলেজ ছাত্রী মুনিশা বেগমের বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এর প্রতিবাদে মুনিশা ওই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মুনিশার বাবা মোজাহার আলী বাদী হয়ে বখাটে শাহিন ও তার বাবা-মাকে আসামি মামলা করেন। মামলার পর থেকে শাহিন এবং তার বাবা-মা পলাতক। ঘটনার পর পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে শনিবার রাতে কালাই উপজেলার শান্তিনগর এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী জানান, রবিবার দুপুরে শাহিনকে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা-মাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিএল/ 

এ সংক্রান্ত আগের খবর:
বখাটে শাহিন ও তার বাবা-মা পলাতক, মুনিশার দাফন সম্পন্ন