সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

সোনামসজিদ স্থলবন্দর (ছবি: সংগৃীত)পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে সোনামসজিদ স্থলবন্দর টানা ৮দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। আজ শনিবার (২৪ জুন) থেকে আগামী ১ জুলাই পর্যন্ত বন্দরে আমদানি-রফতানি সংশ্লিষ্ট কোনও কার্যক্রমই চলবে না। 

সোনামসজিদ সিএন্ডএফ এজেন্টে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ এবং আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২ জুলাই রবিবার থেকে আবারও বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

এদিকে সোনামসজিদ ল্যান্ড পোর্টের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, ছুটির সময়ে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দুদেশের পাসপোর্টধারী যাত্রীরা এ পথে যাতায়াত করতে পারবেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

ঈদযাত্রায় রংপুরে ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিক নিহত

যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

কাঁঠালবাড়িতে মানুষের স্রোত, চাপ কমছে শিমুলিয়ায়