৪ মাসের শিশু নিয়ে স্বামী হত্যার বিচার চাইতে এলেন স্ত্রী 

নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ওই দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন নিহতের স্বজন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে জীবনের ৪ মাস বয়সী অবুঝ সন্তানকে নিয়ে স্বামী হত্যার বিচার চাইতে আসেন স্ত্রী শাহনাজ পারভীন রূপা।

নলডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জীবনের চাচা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রইচ উদ্দিন রুবেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনজুমান আরা রত্না, পৌর আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও পৌর ছাত্রলীগ সভাপতি মিলন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার মৃত্যু, চেয়ারম্যান আসাদকে আ.লীগ থেকে বহিষ্কার

জীবনের একমাত্র চার মাস বয়সী সন্তান জাফরুল জীবন জায়হানকে কোলে নিয়ে কর্মসূচিতে অশ্রুভেজা নয়নে অংশ নেন জীবনের সহধর্মিনী রূপা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ওই মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতের আদেশে কারাগারে রয়েছেন। মামলার প্রধান আসামিসহ সব আসামিকে দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: জীবনকে দাফনের পর অব্যাহতি চাইলেন নলডাঙ্গা ছাত্রলীগ সাধারণ সম্পাদক

প্রসঙ্গত, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করার জেরে ছাত্রলীগ নেতা জীবনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার তিন দিন পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই আলিম আল রাজিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে উপজেলা চেয়ারম্যান এখনও পলাতক রয়েছেন।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানের ‘মারধরে’ আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু