X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জীবনকে দাফনের পর অব্যাহতি চাইলেন নলডাঙ্গা ছাত্রলীগ সাধারণ সম্পাদক

নাটোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২

নাটোরে ছাত্রলীগের কর্মী জামিল আলিম জীবনের লাশ দাফনের পর নিজের পদ থেকে অব্যাহতি চাইলেন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন নয়ন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন তিনি। ইতোমধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছেন ছাত্রলীগের এই নেতা।

অব্যাহতিপত্রে খন্দকার নাছির উদ্দিন নয়ন উল্লেখ করেছেন, ‌‘প্রায় এক যুগ ধরে নলডাঙ্গা পৌর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আন্তরিকভাবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও দলীয় কোন্দলসহ নানা কারণে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে; যার বড় প্রমাণ জীবন হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড নিয়ে জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নীরব।’

পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‌‘এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন নলডাঙ্গা পৌরসভায় মাস্টাররোলে চাকরি করলেও তা স্থায়ী হয়নি। এসব নানা কারণে মানসিকভাবে হতাশ। এজন্য আমার পক্ষে এই দায়িত্ব পালন সম্ভব নয়। তাই আমার পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে খন্দকার নাছির উদ্দিন নয়ন বলেন, ‘জীবন হত্যাকাণ্ডের বিষয় নিয়ে জেলা ছাত্রীগের সভাপতি কিছুটা সোচ্চার রয়েছেন। তবে সাধারণ সম্পাদক নীরব ভূমিকা পালন করছেন। এ নিয়ে আমি ক্ষুব্ধ। এসব কারণে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছি।’

এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করার জেরে ছাত্রলীগ কর্মী জামিল আলিম জীবনকে পিটিয়ে আহত করা হয়। 

ঘটনার তিন দিন পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন জীবন। তবে দীর্ঘ সময় আইসিইউতে রাখা হলেও অস্ত্রোপচারের জন্য বের করে এনে তা করা হয়নি বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই আলিম আল রাজিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই মামলায় ইতোমধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
সৈয়দপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, অফিসে ছাত্রলীগের তালা
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!