দিনাজপুরে হরিজন পল্লীর ১০টি ঘর পুড়ে ছাই

আগুনদিনাজপুরের বোচাগঞ্জে হরিজন পল্লীর ১০টি ঘর যাবতীয় মালামালসহ পুড়ে গেছে। শনিবার (৩ ডিসেম্বর) ভোররাত ৩ টার দিকে বোচাগঞ্জ পৌর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বোচাগঞ্জ পৌর এলাকার ওয়ার্ড বিএনপির নেতা আইয়ুব আলীর ছেলে জুয়েল এই আগুন লাগিয়েছে। আগুন দেওয়ার সময় জুয়েলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

আগুনে হরিজন সম্প্রদায়ের ৭টি ঘরসহ মোট ১০টি পরিবারের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে এসব পরিবারের লোকজন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে।

বোচাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার বাংলা ট্রিবিউনকে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল, কাপড়-কম্বল বিতরন করা হয়েছে। পুণর্বাসনের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

জেলা বীরগঞ্জ সার্কেল এএসপি সুজন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, এলাকাবাসীর অভিযোগটি ক্ষতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করতে বলা হয়েছে।

আরও পড়ুন- 


কর্মীরা বরখাস্ত, কর্মকর্তারা বহাল তবিয়তে!

/আরএইচ/এফএস/