এমপি লিটন হত্যা মামলায় জামায়াত নেতাসহ আটক ৫

গাইবান্ধা জেলাগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মোজাম্মেল হক ভুট্টুসহ (৪৮) পাঁচজনকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মোজাম্মেল হক ভুট্টু সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি ও পশ্চিম বাজার উচ্চ বিদ্যালয়ের পিয়ন। এছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটনকে গুলি করে হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াত নেতাসহ পাঁচজনকে আটক করা হয়। আটকদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিঞ্জাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

/এফএস/ 

আরও পড়ুন-

বিপন্ন কচ্ছপ পাচারের ট্রানজিট রুট বাংলাদেশ!
বিশ্ব ইজতেমা শুরু, তিন স্তরের নিরাপত্তা দেবে র‌্যাব