রংপুরে কৃষক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরারংপুরের মিঠাপুকুরে কৃষক বেলাল হত্যা মামলায় দুই নারীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেলালের ভাগিনা লাভলু ও তার স্ত্রী আরজিনা বেগম এবং আজিজ, নেহাল উদ্দিন, ওমেদা বেগম, মশিউর রহমান ও নুরুল ইসলাম। এদের মধ্যে আরজিনা ও মশিউর রহমান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর কৃষক বেলাল হোসেন তাদের দিনাজপুর জেলার নবাবগজ্ঞ উপজেলার কুশকাদহ মণ্ডলপাড়া গ্রাম থেকে ভাগিনা লাভলুর রংপুরের মিঠাপুকুর উপজেলার তরফ বাহাদি গ্রামে বেড়াতে আসেন। সেখানে রাত্রিযাপনকালে লাভলুর স্ত্রী আরজিনা বেগম মিথ্যা অপবাদ দিয়ে চিৎকার শুরু করলে লাভলুর নেতৃত্বে আসামিরা বেলাল হোসেনকে বেদম মারধর করে। এরপর সকালে আবারও বেলাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। গুরুতর আহত বেলালকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর মারা যান বেলাল।

এ ঘটনায় নিহত বেলাল হোসেনের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।  এছাড়াও প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী।

/বিটি/

আরও পড়ুন:

চলন্ত ট্রেন থেকে ফেলে প্রবাসীকে হত্যা!

রসরাজের আড়াই মাসের জেলজীবন