হাওরে বাঁধের কাজ ভালো হয়েছে, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙে হাওরের ধানের ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায় হাওরের বাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ মিললে কঠোর হওয়ার কথা বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী বুধবার (২০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন। 

বাঁধ ভেঙে ডুবছে কৃষকের স্বপ্ন

প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালের চেয়ে এবার পানি বেশি হয়েছে। তবে বাঁধের কাজ ভালো হওয়ায় এখনও তা টিকে আছে। তবে হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ধর্মপাশা ও শাল্লায় ভেঙে গেছে ফসল রক্ষা বাঁধ

এদিকে সুনামগঞ্জের হাওরের এখন পর্যন্ত যে ফসল নষ্ট হয়েছে তা দেশের খাদ্য মজুতে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে দেশে খাদ্যশস্যের দাম বাড়ানো কোনও সুযোগ নেই। সাংবাদিকরা যদি এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন, তাহলে বিষয়টিকে পুঁজি করে খাদ্যশস্যের দাম বাড়িয়ে দেওয়া হবে। 

তাহিরপুরে মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 

ভেঙেছে টাঙ্গুয়া হাওরের ফসল রক্ষা বাঁধ, ডুবছে ১২০ হেক্টর জমির ধান