সুনামগঞ্জে ফের বাঁধ ভেঙে তলিয়ে গেলো হাওরের ফসল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নে রাঙামাটিয়া হাওরে স্থানীয়দের দেওয়া বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় ৫০ একর জমির ফসল। বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাংগুয়ার হাওরের রাঙামাটিয়া উপ-বাঁধটি প্রবল পানির চাপে ভেঙে এই ক্ষয়ক্ষতি হয়।

বাঁধ ভাঙার ফলে ইউনিয়নের বাংগালভিটা, মাঝেরছড়া, রূপনগর, ইচামারি, ইন্দ্রপুর গ্রামের কয়েকশ কৃষকের ফসলি জমিতে পানি ঢুকে তলিয়ে যায় কাঁচা ধান। এদিকে, শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রামের সেতুর নিচ দিয়ে প্রবল বেগে পুটিয়া নদীর ঢলের পানি দেখার হাওরে প্রবেশ করছে। স্থানীয়রা বস্তা দিয়ে সেতুর মুখ বন্ধ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে পানি প্রবেশ বন্ধ করেন। উজানের ঢলে অনেক হাওরের বাঁধে ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা।

sunamganj1

আরও পড়ুন: বাঁধ ভেঙে ডুবছে কৃষকের স্বপ্ন

বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুর নবী তালুকদার বলেন, ‘রাঙামাটিয়া হাওরে প্রায় ৫০ একর জমির ধান তলিয়ে গেছে। এতে শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘রাঙামাটিয়া হাওরে ১০০ একর জমি রয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় ৩০/৪০ একর জমির ফসল পানিতে ডুবে গেছে। এদিকে, নদনদীর পানি বাড়ায় কৃষকরা ফসল হারানোর ভয়ে আতঙ্কে রয়েছেন। আজ পর্যন্ত জেলার হাওরে এক লাখ ৬৫ হাজার ২৩৯ হেক্টর জমির মধ্যে ৮২ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।’