সরকারের দুরভিসন্ধি থাকলে ভোটের ফল হতো ভিন্ন: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহার ইজাজ বলেছেন, সাধারণ নির্বাচনে সরকার নিরপেক্ষ ছিল এবং ভোটের ফলাফল তা প্রমাণ করছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

গোহার ইজাজ বলেছেন, সরকার যদি দুরভিসন্ধি নিয়ে কাজ করতো, তাহলে ফলাফল এখন যেমন হয়েছে তা হতো না।

মোবাইল পরিষেবা বন্ধে সরকারের সিদ্ধান্তের সাফাই গেয়ে তিনি বলেছেন, জনগণের কল্যাণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধের সমালোচনা হবে। কিন্তু মানুষের জীবনকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ।

নির্বাচনি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে ইজাজ বলেছেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে কীভাবে আমরা ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবো। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে তাতে আমি সন্তুষ্ট।

তিনি জানান, ৬ লাখের বেশি সেনা সদস্য নির্বাচনের সময় জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ছিল সফল।

তিনি বলেছেন, ঝুঁকি থাকলেও নির্বাচন স্থিতিশীল পরিবেশে হয়েছে। আশা করা যায় ভোটের পর নতুন যে সরকার গঠিত হবে তারা জনগণকে অগ্রাধিকার দেবে।