ভিকটিম ধর্ষককে চিহ্নিত করেছে: র‍্যাব

কাওরানবাজারের মিডিয়া সেন্টারে মজনুধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষক মজনুকে (৩০) শনাক্ত করেছে। তাকে চিনতে পেরেছে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাসেম বলেন, “আমরা আসামিকে গ্রেফতারের পর ভিকটিম শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তাকে আসামির ছবি দেখানো হয়েছে। আমি নিজেও তার সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে, ‘আমি পৃথিবীর সব মুখ ভুলে গেলেও এই মুখ কোনোদিন ভুলবো না’।”

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কাওরানরাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এর আগে বুধবার ভোর রাত ৪টা ৫০ মিনিটে রাজধানীর শ্যাওড়া রেলক্রসিং থেকে মজনুকে গ্রেফতার করে র‍্যাব-১।

সারোয়ার বিন কাসেম বলেন, ‘ধর্ষণের পর মজনু ভিকটিমের ব্যাগ, মোবাইল ও পাওয়ার ব্যাংক নিয়ে চলে যায়। সে মোবাইলটা শ্যাওড়া এলাকার অরুণা নামে এক নারীর কাছে বিক্রি করে দেয়। মোবাইলটির ডিসপ্লে ভাঙা থাকায় খায়রুল নামে এক ব্যক্তির কাছে অরুণা সেটি মেরামত করতে দেয়। র‍্যাব মোবাইলের সূত্র ধরে প্রথমে খায়রুল ও অরুণাকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মজনুকে গ্রেফতার করা হয়। মজনুকে গ্রেফতারের পর তার ছবি ভিকটিমকে দেখিয়ে র‍্যাব নিশ্চিত হয়।’

মজনু, খায়রুল ও অরুণাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। 

আরও  পড়ুন:

‘ধর্ষক মজনু সিরিয়াল রেপিস্ট’

 ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: নজরদারিতে অটোচালক, যেকোনও সময় গ্রেফতার

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলা ডিবিতে

ধর্ষক ওঁৎ পেতে ছিল ফুটপাতে

ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি

ঢাবি ছাত্রী ধর্ষণ: আগেই ‘বাস স্টপেজ’ পরিবর্তনের দাবি ছিল শিক্ষার্থীদের

নিজেকে রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সে আমাদের মেয়ে, তার মনোবল শক্ত থাকবে: ঢাবি ভিসি

ধর্ষণের বিচার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাহবাগে সড়ক অবরোধ করে ধর্ষণের বিচার দাবি

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা