নাখালপাড়ার জঙ্গি আস্তানায় অভিযান শেষ

তিন জঙ্গির লাশরাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‍্যাবের অভিযান শেষ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে অভিযান শেষ হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

তিনি জানান, জঙ্গি আস্তানা থেকে তিনটি লাশ বের করা হয়েছে। প্রাথমিকভাবে তেজগাঁও থানা পুলিশ লাশ তিনটির সুরতহাল করেছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ তিনটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ২টার দিকে পশ্চিম নাখালপাড়ায় ছয়তলা বিশিষ্ট রুবি ভিলায় অভিযান চালায় র‌্যাব। ওই আস্তানা থেকে তিন জঙ্গির লাশ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের অভিযান শেষ

‘রুবি ভিলা' নামের ওই বাড়িতে নিয়ে মোট চার বার অভিযান চালানো হলো। র‌্যাব ও পুলিশ এর আগে আরও তিনবার অভিযান চালানোর কথা জানিয়েছে। ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে সেখানে অভিযান চালানো হয়। আর বৃহস্পতিবার রাতের অভিযান নিয়ে মোট চার বার অভিযান চালানো হলো সেখানে। আগের অভিযানগুলোয় জামায়াত-শিবিরের বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন- 

 

আগে আরও তিনবার অভিযান চালানো হয় নাখালপাড়ার ওই বাড়িতে

ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসা ভাড়া নেয় তিন 'জঙ্গি'