অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত







ড. জাফর ইকবাল (ছবি- সংগৃহীত)
বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো।




শনিবার (৩ মার্চ) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। এরপর তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাফর ইকবালের ওপর হামলাকে ‘হত্যার উদ্দেশ্যে কাপুরুষোচিত ছুরিকাঘাত’ বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ড. জাফর ইকবালের মতো সবার শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর এই ধরনের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে।’
তিনি এ হামলায় গ্রেফতার হওয়া যুবকসহ এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িত সবার মুখোশ উন্মোচন এবং অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরির্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে কথা বলেন।
জাফর ইকবালের ওপর হামলাকে চক্রান্ত বলে মনে করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার (অধ্যাপক জাফর ইকবাল) ওপর হামলার ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা কখনও এই ধরনের সন্ত্রাসের পক্ষে নই।’
তিনি বলেন,‘আমরা মনে করি, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এটা তাদেরই চক্রান্ত।’
জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিপিবি, বাসদ, বাম মোর্চা, গণসংহতি আন্দোলন, ন্যাপ, বাংলাদেশ ন্যাপ ও ঐক্যন্যাপ।

এ সংক্রান্ত আরও খবর:

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক
হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’