নতুন প্রজন্মের জন্য প্রমিত ভাষার উন্নয়ন খুব জরুরি: ঢাবি উপাচার্য

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই বাংলা আরও  সমৃদ্ধ হবে।’

তিনি বলেন, ‘বায়ান্নের ভাষা আন্দোলনের একটি মৌলিক দর্শন ছিল। তা হলো যেকোনও জাতিসত্তার মানুষের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সেটা সংরক্ষণ করা এবং সব জাতিসত্তার মানুষকে সুরক্ষা দেওয়া। এটিই হলো বিশ্ব সভ্যতার জন্য বায়ান্নের ভাষা আন্দোলনের অবদান। যা আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বিভিন্নভাবে নিগৃহীত হয়। বায়ান্নের ভাষা আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে।’

আরও পড়ুন:

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে

বাংলা কেন শক্তিশালী ভাষা?

বিজয়ের পর ছাত্রনেতাদের প্রথম দাবি ‘সর্বস্তরে বাংলার ব্যবহার’

প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

একুশ মানে মায়ের ভাষার অধিকার

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নদীয়া থেকে ঢাকায়