X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে

ফুল হাতে, খালি পায়ে হেঁটে আসা নগরীর হাজারো মানুষের গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। এ যেন নগরীর সব পথ এসে মিশেছে শহীদ মিনারে। দিনের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তারা।

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারের ঘোষণা মঞ্চ থেকে মাইকে বাজানো হচ্ছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। আর এই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ধীর পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠন ও পেশার সাধারণ মানুষ।

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ অসংখ্য সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। অপেক্ষায় আছেন আরও  হাজারো মানুষ।

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বাংলা ভাষার সঙ্গে বিভিন্ন ভাষার সংমিশ্রণ প্রসঙ্গে বলেন, ‘বাংলা ভাষার মধ্যে বহু ভাষার শব্দ রয়েছে। এসব ভাষার শব্দ ব্যবহার করে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। কাজেই কিছু কিছু ভাষা থেকে আসা শব্দ দোষের কিছু নয়। আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সাহিত্য রয়েছে। আমাদের বাংলা ভাষার নিজস্ব চরিত্র রয়েছে। কিছু ভাষার শব্দ অনুপ্রবেশ ঘটলেই বাংলা ভাষা তার নিজস্ব চরিত্র হারাবে না।’

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই বাংলা আরও  সমৃদ্ধ হবে।’

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে তিনি বলেন, ‘বায়ান্নের ভাষা আন্দোলনের একটি মৌলিক দর্শন ছিল। তা হলো যেকোনও জাতিসত্তার মানুষের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সেটা সংরক্ষণ করা এবং সব জাতিসত্তার মানুষকে সুরক্ষা দেওয়া। এটিই হলো বিশ্ব সভ্যতার জন্য বায়ান্নের ভাষা আন্দোলনের অবদান। যা আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে তিনি বলেন,‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বিভিন্নভাবে নিগৃহীত হয়। বায়ান্নের ভাষা আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে।’

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন:

বাংলা কেন শক্তিশালী ভাষা?

বিজয়ের পর ছাত্রনেতাদের প্রথম দাবি ‘সর্বস্তরে বাংলার ব্যবহার’

প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

একুশ মানে মায়ের ভাষার অধিকার

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নদীয়া থেকে ঢাকায়

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল