শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার ঘটনায় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

হাসপাতালে ভর্তি করা হয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আহত বন্দিদেরযশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটির কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়,  যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ভেতরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিন কিশোর নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। মানুষ হত্যার এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। তাই এই বিষয়ে অনুসন্ধানের জন্য দুই সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলাম ও সহকারী পরিচালক মো. আজহার হোসেন।যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

কমিটি এই বিষয়ে সরেজমিন তদন্তে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটন, মানবাধিকার লঙ্ঘন বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা ছিল কিনা সেসব বিষয়ে অনুসন্ধান করবে। ১৪ আগস্ট স্বাক্ষরিত কমিশনের চিঠিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়।

আরও পড়ুন-

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন জনকে হত্যা: পাঁচ কর্মকর্তাসহ ‘জড়িত’ ১২ জন শনাক্ত 

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনায় মামলা, মরদেহ হস্তান্তর







‘হাত-পা-মুখ বেঁধে পেটায়, ক্রসফায়ারের ভয় দেখায়’
সংঘর্ষের পর বন্দিরা মার খায় কেন্দ্র কর্মকর্তা ও আনসারদের হাতেও!
শিশু উন্নয়ন কেন্দ্রের ১০ কর্মকর্তা পুলিশ হেফাজতে

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহত