৯ জনকে নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ময়মনসিংহ-১ আসনের সরকারদলীয় এমপি শরীফ আহমেদ। শরীফ বিদায়ী সরকারের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার মন্ত্রিসভায় তার জায়গা হয়নি।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এ কমিটির অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, জাতীয় পার্টির এমপি একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), আওয়ামী লীগ দলীয় এমপি আ ক ম বাহাউদ্দিন (কুমিল্লা-৫), এম আব্দুল লতিফ (চট্টগ্রাম-১১), শিবলী সাদিক (দিনাজপুর-৬), মুজিবুর রহমান মজনু (বগুড়া-৫), মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আবদুল হাফিজ মল্লিক (বরিশাল-৬)।

আরও পড়ুন-