সাবেক মন্ত্রীকে সভাপতি করে প্রবাসীকল্যাণ সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সিলেট-৪ আসনের সরকার দলীয় এমপি ইমরান আহমদ। তিনি বিদায়ী সরকারের একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (শফিকুর রহমান চৌধুরী), আওয়ামী লীগ দলীয় এমপি মহিবুর রাহমান মানিক (সুনামগঞ্জ-৫), আব্দুল মোতালেব (চট্টগ্রাম-১৫), মহিউদ্দিন আহমেদ (মুন্সিগঞ্জ-১), নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মাজহারুল ইসলাম (ঠাকুরগাঁও-২), স্কতন্ত্র আবুল কালাম আজাদ (কুমিল্লা-৪), মো. সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী-৩)।

আরও পড়ুন-