নববর্ষে যৌন নিপীড়ন বন্ধ ও নুসরাত হত্যার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুসরাত হত্যার বিচার ও যৌন নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন



নববর্ষের দিনেও ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। রবিবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
মানববন্ধন থেকে ‘নুসরাত হত্যার বিচার দাবি ও পহেলা বৈশাখে যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা' ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত যৌন হয়রানির ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার দাবি করেছে তারা।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বড়ুয়া বলেন, ‘নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এসব ঘটনার বিচার না হলে আরও কত নুসরাতকে জীবন দিতে হবে কে জানে? আমরা অবিলম্বে নুসরাত হত্যার প্রতিবাদ জানাতে এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি।'

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শামসুন্নাহার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক ফাতিমা তাহসিন, ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থী শ্রবণা শফিক দীপ্তি প্রমুখ।

নববর্ষের সব খবর পড়ুন:বর্ষবরণের রঙিন উৎসবের গল্প তাদের চোখে জানবে বিশ্ব

মঙ্গল শোভাযাত্রায় অনন্ত আকাশে মস্তক তোলার প্রত্যয়

সাক্ষীর অভাবে ঝুলে আছে বর্ষবরণে যৌন হয়রানির মামলা

উন্নয়ন-অগ্রযাত্রায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে চলছে সাংগ্রাই উৎসব

নানা আয়োজনে দেশজুড়ে চলছে বর্ষবরণ

এ বছর হাইকোর্টে শুরু হতে পারে রমনা বটমূলে বোমা হামলা মামলার শুনানি

মুক্তিযোদ্ধাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

‘চেতনায় বাঙালি সংস্কৃতি, উগ্রবাদ নয় সম্প্রীতি’ 

বাংলা ট্রিবিউনে প্রতিবেদন: সিলেট পুলিশের সেই নির্দেশনা প্রত্যাহার 

ভাঙা ভাঙা বাংলায় শুভ নববর্ষ  

বাঙালির উৎসবে বৈশাখী সাজে বিদেশিরা

নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মীনা ট্রাস্টের বর্ষবরণ

কিছু মানুষ কি পাষণ্ড হয়ে উঠলো: সন্‌জীদা খাতুন

রাগালাপ দিয়ে শুরু ছায়ানটের বর্ষবরণ

আজ পহেলা বৈশাখ, বাঙালিয়ানায় গাঢ় হোক সম্প্রীতির বন্ধন

পহেলা বৈশাখকে ঘিরে বাড়ছে পর্যটনের সম্ভাবনা

বর্ষবরণ ও বাংলাদেশ দেখতে আসছেন ১০ দেশের ২৬ সাংবাদিক

মিঠামইনে মঙ্গল শোভাযাত্রা 

সিঙ্গা গ্রামে ভিন্ন আমেজে নববর্ষ

পাহাড়ে পাঁচন ভোজন