সীতাকুণ্ডে বিস্ফোরণ: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যারা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ২ জন ছাড়পত্র পেয়েছেন। বুধবার (২২ জুন) দুপুরে ছাড়পত্র পান তারা। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৮ জন।

এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন। ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা হলেন সুমন হাওলাদার (৩৪) ও রুবেল মিয়া (২৮)।

এর আগে গত শনিবার (১৮ জুন) ছাড়পত্র দেওয়া হয় ছয় জনকে। তারা হলেন— মো. ফারুক (৪৭), ফারুক হোসেন (১৬), মঈনউদ্দিন (৩২), মাগফারুল ইসলাম (৬৫), মাসুম মিয়া (৩২) ও ফরমানুল ইসলাম (৩০)।

এস এম আইয়ুব হোসেন জানান, এখন ১৩ জন চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অবস্থার উন্নতিও হচ্ছে। এ ছাড়া আইসিইউতে থাকা ফায়ার সার্ভিসকর্মী রবিনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তার অবস্থাও ভালোর দিকে বলে জানান তিনি।

আরও ১৫ দিন বার্ন ইনস্টিটিউটে থাকতে হবে রোগীদের

সীতাকুণ্ডে আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৬ জন