অনুমতি নেই এমন জায়গায় বিএনপিকর্মীদের জড়ো হতে দেবে না ডিএমপি

আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতি ছাড়া অন্য কোথাও বিএনপি নেতাকর্মীদের জমায়েত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম। সোমবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হায়াতুল ইসলাম বলেন, যেহেতু নয়াপল্টনে সমাবেশ করার কোনও অনুমতি দেওয়া হয়নি ডিএমপির পক্ষ থেকে, সেই কারণে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। ১০ তারিখের আগে থেকেই পুলিশ সদস্যদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে একটি থ্রেট তৈরি হতে পারে। পারমিশনের বাইরে অন্য জায়গায় যারা জমায়েত হওয়ার চেষ্টা করবে, সেটা বেআইনি হিসেবে পরিগণিত হবে। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপির পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেসব উদ্যোগ আমরা নেবো।

আরও পড়ুন-

বিএনপির গণসমাবেশ: ব্যস্ততা বেড়েছে পল্টন থানায়

‘বাড়াবাড়ি করলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে বিএনপি’

১০ তারিখের সমাবেশের দিকে দেশবাসী তাকিয়ে আছে: মির্জা ফখরুল

ঝুলে আছে ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, কার্যালয়ের আশেপাশে স্থান চায় বিএনপি

সাক্ষাতে আইজিপিকে যা জানালো বিএনপি প্রতিনিধি দল

সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে আবেদনের কথা মিথ্যা: মির্জা আব্বাস

নানা ছক আঁকছে ডিএমপি, আজ থেকে মাঠে র‌্যাব

নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে দুই বার চিঠি দিয়েছে বিএনপি

দৃশ্যমান উত্তাপ থাকলেও পরিস্থিতি শান্ত রাখতে তৎপর আ.লীগ-বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা দেবেন মির্জা ফখরুল: ১০ ডিসেম্বর রাষ্ট্র সংস্কারের রূপরেখা জানাবে বিএনপি

নতুন বছরের শুরুতেই যুগপৎ আন্দোলনে যাচ্ছে বিএনপি

ডেডলাইন ১০ ডিসেম্বর: কী ঘোষণা দেবে বিএনপি?