অর্থের সমস্যা না থাকলে আয়োজন আরও বড় হতো: সাদাফ সায্

ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ আক্ষেপ করে বলেছেন, ‘আশা করেছিলাম এতদিনে এটি একটি টেকসই আয়োজন হবে। আমরা একটা বড় আয়োজন করছি। এখানে অনেককে আমরা নিয়ে আসছি। অর্থের একটা বিষয় আছে। এই সমস্যা না হলে আয়োজন আরও বড় করে করা যেত।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

সাদাফ সায্ বলেন, ‘১৭৫টি ইভেন্ট এবার হবে। আমাদের গল্প একটা সীমিত জায়গায় থাকে না। মহামারির সময় বিভিন্ন ধরনের জিনিস ছড়িয়ে গেছে। বিজ্ঞানকে মাথায় রেখে যে আমাদের অনেক যোগাযোগ বাড়াতে হবে, বিজ্ঞানের ওপর নির্ভর করে আমাদের জীবনের অনেক গল্প আছে। যাতে প্রকৃত সত্যটি জানা যায়। কারণ, চারপাশে অনেক ফেক নিউজ আছে। আমরা চেষ্টা করেছি তুলে ধরতে যে তথ্য-প্রমাণ অনেক জরুরি বিষয়। এর বিভিন্ন রূপ শুধু আমাদের জীবনের মধ্য দিয়ে না, আমরা চলচ্চিত্রের মধ্যে প্রকাশ করবো, বিভিন্ন আদান-প্রদানের মাধ্যমে আমরা প্রকাশ করবো। আমরা চেষ্টা করছি ব্যাপক পরিসরে সৃজনশীলতার বহিঃপ্রকাশ করতে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা লিট ফেস্টের আরও দুই পরিচালক আহসান আকবার ও ড. কাজী আনিস আহমেদ।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

আরও পড়ুন:
এখন আর কাউকে বোঝাতে হয় না লিট ফেস্ট কী: আহসান আকবার

চ্যালেঞ্জ থাকলেও আয়োজন করে তৃপ্তি পাই: কাজী আনিস আহমেদ

‘ঢাকা লিট ফেস্ট ২০২৩’ শীর্ষক বৈঠকি শুরু