জাবিতে ধর্ষণ: ‘পরিকল্পনাকারী’ মামুনুরসহ গ্রেফতার ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হলের কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী ও নওগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধর্ষণের অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রলীগের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং অন্য চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-

জাবিতে ধর্ষণকাণ্ড: কী ব্যবস্থা নিলো কর্তৃপক্ষ, খতিয়ে দেখতে ইউজিসির কমিটি

বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, উত্তাল জাবি

বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, ৬ শিক্ষার্থীর সনদ স্থগিত

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জন রিমান্ডে