বৃষ্টিতে পুরোপুরি নিভেছে সুন্দরবনের আগুন, চলছে ড্রোন মনিটরিং

ড্রোন দিয়ে ওপর থেকে নজরদারিসহ হেঁটে সুন্দরবনের ভেতরে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের একাধিক দল। এসময় বনের কোথাও কোনও আগুনের আলামত পাওয়া যায়নি। সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি জানান, আগুন সেসব স্থানে ছিল সেখানে সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে বৃষ্টি শুরু হয়।

মঙ্গলবার পরিদর্শন করার সময় দেখা যায়, আগুন লাগার স্থান বৃষ্টিপাতের ফলে যথেষ্ট পরিমাণে পানিতে ভিজেছে। কোথাও কোথাও পানি জমে রয়েছে। সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হলেও বনভূমির কোথাও কোনও আগুনের আলামত পাওয়া যায়নি। সার্বিক অবস্থা পর্যালোচনায় সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

437728149_1200213364695484_1141101602534119556_n

অপরদিকে, সুন্দরবনে অগ্নিকাণ্ডের কারণে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে বনসম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের কাজ অচিরেই শুরু করা হবে। 

আরও পড়ুন- 

চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব

সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই

সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে ব্যারিকেড

আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা