X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শ্রমিক কল্যাণ ফান্ডে মেঘনা পেট্রোলিয়ামের ৩ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৪:১৮আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৮:৫১

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক কল্যাণ ফান্ডে ৩ কোটি ৪ লাখ টাকা অনুদান দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

রবিবার দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের অফিস কক্ষে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ আল খালেদ। 

চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এ ধরনের একটি তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলের অর্থে শ্রমিকদের পেশাগত অসুখের চিকিৎসায়ও ব্যবহার করা হবে। দেশি-বিদেশি মালিকানাধীন কোম্পানির সহযোগিতা এবং মিডিয়ার প্রচারে সংশ্লিষ্টদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে এ তহবিলে জমার পরিমাণ অল্প সময়ের মধ্যেই হাজারকোটি ছাড়িয়ে যাবে বলে প্রতিমন্ত্রী আশা করেন।
এ সময় শ্রম প্রতিমন্ত্রী মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের শতকরা ৫ ভাগ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদানে কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশিয় ও মাল্টি ন্যাশনাল মোট ৭০টি কোম্পানি এ তহবিলে টাকা জমা দিয়েছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ১৫৩ কোটি টাকার বেশি। দুঘর্টনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুঘর্টনার আহত শ্রমিকের জরুরী চিকিৎসা, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন এবং শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষালাভের জন্য শিক্ষা বৃত্তির অর্থ এ অর্থ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকখাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এখাত দেওয়া হচ্ছে। এ তহবিল থেকে এখন পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। 

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব ম.আ. কাশেম মাসুদ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ঢাকার উপ মহা-ব্যবস্থাপক মো. গোলাম হায়দার, মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন (সিবিএ) চট্টগ্রাম সভাপতি নাসিরউদ্দিন আহমদ শাহ এবং সিবিএ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন। 

গত দুই অর্থবছরে মেঘনা পেট্রোলিয়াম লভ্যাংশ থেকে ২৭ কোটি ১২ লাখ টাকা তাদের শ্রমিকদের মধ্যে বিতরণ করেছে বলে চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়।
/এসআই/জেবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার