X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১৭:০৪আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৭:০৪

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ও লেনদেন কমেছে। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইতে সিএসসিএক্স সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৬৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৮০ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫৪ কোটি ০৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৮১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইবনে সিনা, বিএসআরএম স্টিল, ডিবিএইচ, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার এবং বেক্স ফার্মা।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৮২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ০৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ২৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ১২ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস,  বাংলাদেশ সাবমেরিন কেবল, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং বেঙ্গল উইন্ডসর।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস