X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে কমেছে ১০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১৬:১৬আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৬:১৬

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ২০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। রবিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৩৫ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ১৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮০১ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ২৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- রিজেন্ট টেক্সটাইল, ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, এএফসি অ্যাগ্রো, আইসিবি, বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার এবং ফু ওয়াং ফুড।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৩ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৫৮১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ৭১ পয়েন্ট কমে ১৭ হাজার ৫০১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ২৮৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ঢাকা ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিডে, বারাকা পাওয়ার, খুলনা পেপার, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং রংপুর ফুড।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা