X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আরও ৫০ হাজার মে.টন নন-বাসমতি চাল কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৯:৫৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চালের সংকট মেটাতে ৫০ হাজার টন নন বাসমতি (সুগন্ধী ছাড়া সেদ্ধ অথবা আতপ) চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য দুই ধাপে ২৫টি ড্রেজার কেনা এবং পল্লী বিদ্যুতায়তের জন্য খুঁটি ক্রয়ের সিদ্ধান্তও নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, ক্রয় কমিটির সভায় দেশে চালের সংকট মেটাতে ৫০ হাজার টন নন-বাসমতি (সুগন্ধী ছাড়া সেদ্ধ অথবা আতপ চাল) চাল কেনার কার্যাদেশ দেওয়া হয়। এজন্য মোট লাগবে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে চাল সরবরাহের কার্যাদেশ লাভ করে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স টাওয়ার প্রাইভেট লিমিটেড। এ চাল কেনার জন্য প্রতি টনের দাম পড়বে ৪৩০ মার্কিন ডলার।

এছাড়াও দুই লটে (ধাপে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য ৫টি ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যন্ত্রাংশসহ এই ৫টি ড্রেজার কিনতে ব্যয় হবে ৪১৪ কোটি ৪২ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে এসব ড্রেজার সরবরাহের কার্যাদেশ দেওয়া হয় দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে।

এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য পৃথক লটে আরও ২০টি ড্রেজার কেনার অনুমতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এজন্য সরকারের ব্যয় হবে ৪৬২ কোটি ৫৯ লাখ টাকা।

বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের প্যাকেজ নম্বর ১.৫ এনসিসি-জি/৪৬ এর আওতায় ১ লাখ ১৫ হাজার ৪২০টি এসআরসি পোল ক্রয়ের প্রস্তাবও অনুমোদন হয়েছে। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২২৩ কোটি ৮৬ লাখ টাকা। যৌথভাবে কাজগুলো পেয়েছে জেমকন গ্রুপ ও শেলটেক।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ