X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৬ ও সিএসইতে কমেছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৫:১৯আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৫:১৯

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৪৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৫০ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৭৮ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি ৬১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৩০৪ পয়েন্টে এবং ১ দশমিক ০৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, ফরচুনা সু, এসিআই লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো এবং  আল আরাফা ইসলামী ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৮ কোটি ০৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ৯৮৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১৮ হাজার ১৭৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ০২ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএকে সিরামিকস, বিএসআরএম লিমিটেড, বিবিএস কেবল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, ফ্যামিলি টেক্সটাইল, ফরচুনা সু, লাফার্জ সুরমা সিমেন্ট এবং সাইফ পাওয়ার।

/এসএনএইচ/
সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ