X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

আটার দাম কেজিতে বেড়েছে ৬ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩

এবার দাম বাড়ল আটা ময়দার চালের পর এবার দাম বেড়েছে আটা ও ময়দার। পাইকারি বাজারে আটার ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা। একইভাবে ময়দার দাম বেড়েছে প্রতি বস্তায় ২১০ টাকা। প্রতি কেজি খোলা আটায় ৬ টাকা এবং ময়দার দাম বেড়েছে চার টাকা ২০ পয়সা। খুচরা বাজারেও আটা ও ময়দার দাম একই হারে বেড়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ী লাকসাম স্টোরের মালিক আবুল হোসেন, ইব্রাহিম স্টোরের মালিক মো. ইব্রাহিমসহ অন্যান্য ব্যবসায়ীরা বাংলা ট্রিবিউনকে জানান,ভুসির দাম কমে যাওয়ায় উৎপাদন পর্যায়ে আটা ও ময়দার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আটার দাম বস্তাপ্রতি ৩০০ টাকা এবং ময়দা ২১০ টাকা বাড়ানো হয়েছে। তারা জানান, উৎপাদন পর্যায়ে ভুসি বিক্রি করে সেই টাকা সমন্বয় করে আট ও ময়দার দাম নির্ধারণ করা হয়। এখন ভুসির দাম কমে যাওয়ায় আটা-ময়দার দাম বেড়েছে। তবে বাজারে পর্যাপ্ত আটা রয়েছে বলে জানান তারা।

লাকসাম স্টোরের মালিক আবুল হোসেন বলেন, ‘জনতা, তীর ও সোনারগাঁওসহ অন্যান্য ব্র্যান্ডের আটার ৫০ কেজির বস্তা পাইকারি বাজারে আগে এক হাজার টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ টাকায়। আগে প্রতিকেজি ছিল ২০ টাকা, এখন হয়েছে ২৬ টাকা।’ ময়দা বিক্রি হতো ৫০ কেজির বস্তা এক হাজার ৩৫০ টাকায়। এখন বিক্রি হচ্ছে এক হাজার ৫৬০ টাকায়। পাইকারিতে প্রতি কেজির দাম ২৭ টাকা থেকে চার টাকা ২০ পয়সা বেড়ে হয়েছে ৩১ টাকা ২০ পয়সা।

আটার দাম বাড়লো কেন জানতে চাইলে আবুল হোসেন বলেন,‘আমরা বেশি দামে কিনেছি, তাই বেশি দামে বিক্রি করছি। ভুসির দাম কমে যাওয়ায় মোকাম থেকে আটার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আটা উৎপাদনের পর ভুসি বিক্রি করে দাম সমন্বয় করে বস্তাপ্রতি আটার দাম নির্ধারণ করা হয়। ভুসির দাম কমে যাওয়ায় আটার দাম বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ থেকে তাই জেনেছি।’

কাওরান বাজারের খুচরা ব্যবসায়ী চাঁদপুর ট্রেডিংয়ের মালিক আরমান হোসেন বলেন, ‘খুচরা বাজারে আগে খোলা আটা বিক্রি হতো প্রতি কেজি ২৪ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ছয় টাকা। ময়দা আগে বিক্রি হয়েছে ৩২ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।’

একইভাবে দাম বেড়েছে প্যাকেটজাত আটা ও ময়দার। কাওরান বাজারে প্যাকেটজাত আটা আগে বিক্রি হতো ৩০ থেকে ৩১ টাকায়। এখন দাম রাখা হচ্ছে ৩৪ টাকা। দুই কেজির প্যাকেট আগে বিক্রি হতো ৫৮ টাকা। এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, পাড়া মহল্লার দোকানে আটার দুই কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ৬৮ টাকা পর্যন্ত। ময়দার দুই কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ৮৮ টাকা।

কাওরান বাজারের আনছার মাঝি স্টোরের মালিক আব্দুস সালাম বলেন, ‘শুধু আটা বা ময়দার দামই নয়, বেড়েছে সুজির দামও। দুই হাজার ৩২৪ টাকার সুজি বস্তাপ্রতি বেড়ে হয়েছে দুই হাজার ৫২৭ টাকা।

 

 

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার