X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে বেড়েছে ১০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৫:৪৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৪৩

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৬৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৪০ কোটি ৮৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩১ কোটি ২২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১০ পয়েন্টে এবং ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, বিবিএস ক্যাবল, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, কেপিসিএল, ব্র্যাক ব্যাংক এবং জেমিনি সি ফুড।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৮৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, বিবিএস ক্যাবল, ইনটেক অনলাইন, আইএফআইসি ব্যাংক, কেপিসিএল, প্রাইম ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক।

/এসএনএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি