X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

কমছে স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯

আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে সারা দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে ভালো মানের স্বর্ণ ভরিতে সর্বোচ্চ (২২ ও ২১ ক্যারেটে) ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার (১১ ডিসেম্বর) সমিতির পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বর্ণের দোকান সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ৯৩৯ টাকা দরে। ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৫ হাজার ৭২৩ টাকা দরে। ১৮ ক্যারেট স্বর্ণ ভরিতে ৯৩৩ টাকা কমে বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকা দরে। আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে বিক্রি হবে ২৪ হাজার ৭৮৬ টাকা দরে।

এর আগে, গত ২৬ নভেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। ওইদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। অন্যান্য মানের স্বর্ণের দামও ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়। তারও আগে গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম দেড় হাজার টাকা ও ১৩ আগস্ট সব ধরনের স্বর্ণের দাম একই হারে বাড়িয়েছিল বাজুস।

জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রূপা বর্তমানে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার দেশের বাজারে (১১ ডিসেম্বর) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হচ্ছে।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু