X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এলএনজি এলে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে: তৌফিক-ই-ইলাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৭:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৮:০৪



তৌফিক-ই-ইলাহী-(ফাইল ছবি: সংগৃহীত) আগামী মে মাস থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিদিন ৫ কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনে যুক্ত হবে। এরপর ধারাবাহিকভাবে আবেদন করা শিল্প প্রতিষ্ঠানগুলোয় গ্যাসের সংযোগ দেওয়া শুরু করা হবে।’ সোমবার রাজধানীর ধামরাইয়ে গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘মে মাস থেকে এলএনজি আমদানি শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসে আমাদের গ্রিডে অতিরিক্ত গ্যাস যোগ হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাবে।’ তিনি আরও বলেন, ‘শিল্পে নতুন সংযোগ ও লোড বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুমোদন দেওয়া হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে। তিতাসে ৮১টি শিল্পে লোড বাড়ানোর পাশাপাশি ৭৯টি নতুন সংযোগের আবেদন জমা আছে। গ্যাস ব্যবহারে শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গ্যাস সংকটের কারণে অনেক শিল্প কারখানা চালু করতে পারছিল না। এবার যাচাই-বাছাই করে ১৪৭টিতে নতুন সংযোগ ও ১১১টিতে লোড বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘কারখানার কাছাকাছি গ্যাস বিতরণ লাইন থাকতে হবে। নতুন লাইন সম্প্রসারণ করে কোনও সংযোগ দেওয়া হবে না।’
এ সময় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনি উপস্থিত ছিলেন।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা